পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে মালদ্বীপ সফরের আমন্ত্রণ জানিয়েছেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম। রবিবার (২৯ নভেম্বর) এক ক্ষুদে বার্তায় মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট এ আমন্ত্রণ জানান।
মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম এ সময় তার বাংলাদেশ সফর ফলপ্রসূ হয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রীকে অভিবাদন জানান।
এর আগে তিন দিনের সফরে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম ঢাকায় আসেন ২২ নভেম্বর। সফরে রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আবদুল হামিদ খান ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর গত বুধবার (২৪ নভেম্বর) তিনি ঢাকা ছেড়ে যান।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]