Print

Bhorer Kagoj

কায়রো ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছে ফারুকীর ছবি

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৬, ২০২১ , ৬:০৮ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২৬, ২০২১, ৬:০৮ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘নো ল্যান্ডস ম্যান’ ছবিটি কায়রো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির পরিচালক ফারুকী নিজে। তিনি তার ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এতথ্য জানান।

এর আগে ছবিটি বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কিম জিসুক পুরস্কারের জন্য মনোনীত হয়। সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাহসান খান, অস্ট্রেলিয়া থেকে মেগান মিশেল, ভারত থেকে ঈশা চোপড়া, বিক্রম কোচার, কিরণ খোজে প্রমুখ।

এতে উপস্থিত থাকবেন এআর রহমান, মেগান মিশেল, মৌ এবং নওয়াজ উদ্দিন সিদ্দিকী। ২৬ নভেম্বর থেকে কায়রো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হবে। শেষ হবে আগামী ৫ ডিসেম্বর।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]