খেলার পাশাপাশি বিভিন্ন নাগরিক দায়িত্ব পালনেও ক্রিকেটারদের আছে অগ্রণী ভূমিকা। আয়কর দেয়ার ক্ষেত্রে এগিয়ে থাকার জন্য এবার সেরা করদাতার পুরস্কার পাচ্ছেন তিন ক্রিকেটার টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল এবং ব্যাটসম্যান সৌম্য সরকার। জাতীয় কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত) অনুুযায়ী বুধবার (১৭ নভেম্বর) ২০২০-২১ করবর্ষের সেরা করদাতা হিসেবে ১৪১ ব্যক্তি-প্রতিষ্ঠানের নামে প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এ প্রজ্ঞাপন থেকে জানা গেছে, দেশের তিন ক্রিকেটার পাচ্ছেন সেরা করদাতার পুরস্কার পাচ্ছেন।
কয়েক বছর ধরেই সেরা করদাতা হিসেবে পেয়ে আসছিলেন তামিম ইকবাল। চলতি বছর তার সঙ্গে আরও দুজন ক্রিকেটারের নাম যুক্ত হলো।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]