রাজবধূ ও অভিনেত্রী মেগান মার্কলের বিয়েতে তাঁর সহচরী হচ্ছেন বলিউড সেনসেশন প্রিয়াঙ্কা চোপড়া। এ প্রসঙ্গে জানতে চাইলে সম্প্রতি হলিউডে ঝড় তোলা এই বলিউড সুন্দরী বলেন, সময় হলেই জানতে পারবেন। আমি যদি ওখানে থাকি, তাহলে নিশ্চয়ই আপনারা আমাকে দেখতে পারবেন। প্রিন্স হ্যারির সাথে মেগান মার্কলের বিয়ের অনুষ্ঠানে প্রিয়াঙ্কাকে রাজবধূর সহচরী রূপে দেখা যাবে কি-না- হার্পারস বাজার আরাবিয়ার এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে প্রিয়াঙ্কা এ কথা বলেন।
প্রিয়াঙ্কা দারুণ উচ্ছ্বসিত এই রাজকীয় বিয়ে নিয়ে। নিজের অন্যতম ভালো বন্ধুর রাজবধূ হওয়ায় দারুণ খুশিও তিনি। প্রিয়াঙ্কা বলেন, ও খুব ভালো মেয়ে। রাজপরিবারে গিয়ে ও অনেক ভালো করবে। সে এর যোগ্য, সে একটা আইকন। আশা করি সে ওই পরিবারের সবার প্রতি খেয়াল রাখবে। সে চমৎকার মিষ্টি একটা মেয়ে, সে দারুণ ভালো। সে তার আনন্দময় সৌন্দর্য দিয়ে তার আশপাশের সবকিছু বদলে দিতে পারবে।
প্রিয়াঙ্কা আরো বলেন, আমি মনে করি মেগান অনেক কিছুরই প্রতিনিধিত্ব করবে ওই পরিবারে গিয়ে। একজন পূর্ণাঙ্গ নারী সে। তার এমন কিছু গুণ আছে, যা অন্য অনেকের মধ্যে আমি দেখিনি। আমি তাকে নিয়ে খুব আশাবাদী।
প্রিন্স হ্যারি আর মার্কিন অভিনেত্রী মেগান মার্কলের এই রাজকীয় বিয়েটি আগামী ১৯ মে স্বাড়ম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা আছে।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]