Print

Bhorer Kagoj

বলিউডে করোনার হানা, আক্রান্ত উর্মিলা

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১, ২০২১ , ৫:৫৩ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১, ২০২১, ৬:০০ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

কোভিড ভাইরাসে এবার আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন উর্মিলা।

বলিউডের এই অভিনেত্রী তার পোস্টে লিখেছেন, আমি করোনা পজিটিভ। ভালো আছি, বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছি। গত কয়েকদিনে আমার সংস্পর্শে যারা এসেছে, সুরক্ষার জন্য তারা কোভিড পরীক্ষা করিয়ে নিন। সবাই নিজের খেয়াল রাখুন, সাবধানে দীপাবলি কাটান। পাশাপাশি উর্মিলা আরও জানান, কোয়ারেন্টাইনের একমাত্র হিসেবে তার সঙ্গে রয়েছেন তার পোষ্য। দীর্ঘদিন ধরেই রূপালি পর্দার আড়ালে রয়েছেন উর্মিলা মাতন্ডকর। কিন্তু মাঝে মধ্যে বিতর্কিত সব মন্তব্য করে আলোচনায় আসেন তিনি।

সম্প্রতি একটি ছোট্ট গেট টুগেদারের আয়োজন করেছিলেন অভিনেত্রী শাবানা আজমি। সেখানে উপস্থিত ছিলেন অনিল কাপুর, উর্মিলা। একসঙ্গে পোজ দিয়ে ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ারও করেছিলেন তারা।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]