Print

Bhorer Kagoj

ইয়েমেন বিমানবন্দরে শক্তিশালী বিস্ফোরণ, নিহত ১২

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৩১, ২০২১ , ১০:৪১ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৩১, ২০২১, ১০:৪১ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

ইয়েমেনের এডেন বিমানবন্দরের কাছে শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১২ মানুষের মৃত্যু হয়েছে। বিমানবন্দরে প্রবেশের সময় গেটের কাছে এই বিস্ফোরণটি ঘটানো হয়। সেখানে একটি ট্রাকে জ্বালানি তেল রাখা ছিল। তাতেই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এটি সন্ত্রাসী সংগঠনগুলোর কাজ বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো কোনো সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি।

আল-জাজিরার খবরে জানানো হয়েছে, বিস্ফোরণের পর আসেপাশে থাকা বাড়ির জানালার কাঁচ ভেঙ্গে যায়। এতে ১২ জন নিহত হন এবং আরও কয়েকজন গুরুতর আহত হন।

এডেন বন্দর নগরীতে দীর্ঘদিন ধরে সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে যুদ্ধ চলছে ইরান সমর্থিত সশস্ত্র হুথি বিদ্রোহী গোষ্ঠীর। শুধু এডেনই নয় ইয়েমেনজুড়েই ২০১৫ সাল থেকে উভয়পক্ষের সংঘাত অব্যাহত রয়েছে। এছাড়া সেখানে সক্রিয় আছে আল-কায়দার মতো জিহাদি সংগঠনগুলোও।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]