Print

Bhorer Kagoj

আগের চেয়ে ভালো আছেন ফারুক

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৩১, ২০২১ , ৬:১৪ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ৩১, ২০২১, ৬:১৪ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

চলচ্চিত্র অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক সিঙ্গাপুরের একটি হাসপাতালে এক মাস ধরে কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। তার আগে প্রায় সাত মাস ধরে ওই হাসপাতালে আইসিইউতে ছিলেন। সিঙ্গাপুর থেকে ফারুকের স্ত্রী ফারহানা পাঠান বলেন, আপনাদের মিয়া ভাই এক মাসের বেশি কেবিনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এখন স্বাভাবিকভাবে খাবার খাচ্ছেন। শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। আরও কিছুদিন লাগবে ঠিক হয়ে যেতে। তার জন্যে দোয়া করবেন সবাই।

চলতি বছরের মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। গত ২১ মার্চ থেকে আইসিইউতে আছেন কিংবদন্তি এই অভিনেতা। এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রের মাধ্যমে নায়ক ফারুকের বড় পর্দায় অভিষেক হয়। অভিনয়ের জন্য ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে ভূষিত হয়েছেন আজীবন সম্মাননায়। তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘সারেং বৌ’, ‘লাঠিয়াল’, ‘সুজন সখী’, ‘নয়নমনি’, ‘মিয়া ভাই’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সাহেব’, ‘আলোর মিছিল’, ‘দিন যায় কথা থাকে’ ছবিগুলো।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]