Print

Bhorer Kagoj

অলক কাপালির কলাম

ভারত-নিউজিল্যান্ড সম্ভাবনা ফিফটি ফিফটি

প্রকাশিত হয়েছে: অক্টোবর ৩১, ২০২১ , ১২:১৯ পূর্বাহ্ণ | আপডেট: অক্টোবর ৩১, ২০২১, ১২:১৯ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক

দিন যতো গড়াচ্ছে জমে উঠেছে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। গ্রুপ-২ থেকে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। বাবর আজমরা ভারত,নিউজিল্যান্ড এবং আফগানিস্তানকে হারিয়ে টানা তিন ম্যাচ জিতেছে। এর পর স্কটল্যান্ড এবং নামিবিয়ার বিপক্ষে খেলবে পাকিস্তান। নিজেদের প্রথম ম্যাচে হেরেছে ভারত ও নিউজিল্যান্ড। দু’দলই হেরেছে পাকিস্তানের কাছে। পাকিস্তানের কাছে হারের স্মৃতি ভুলে বিশ্বকাপে প্রথম জয়ের সন্ধানে থাকা ভারত ও নিউজিল্যান্ড আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে। এ ম্যাচে যারা জিতবে তারা সেমিফাইনালে পথে বহুদূর এগিয়ে যাবে। এ দু’ দলের পরবর্তী ম্যাচে যথাক্রমে আফগানিস্তান, স্কটল্যান্ড ও নামিবিয়ার মোকাবিলা করবে। ভারত-নিউজিল্যান্ড ম্যাচটি বেশ জমজমাট হবে। আজ দু’দলের জয়ের সম্ভাবনা ফিফটি ফিফটি। বিরাট কোহলির টিম ইন্ডিয়া হট ফেভারিট। কিউইদের চেয়ে কাগজে কলমে ভারত অনেক এগিয়ে। পাকিস্তানের বিপক্ষে ভারত বাজেভাবে হারলেও নিজেদের প্রথম ম্যাচে লড়াই করেছিলো নিউজিল্যান্ড। স্বল্প পুঁজির ১৩৪ রানের পুঁিজ নিয়ে ৫ উইকেটে ম্যাচ হারে কিউইরা। ভারত-নিউজিল্যান্ড এ পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৬ বার মুখোমুখি হয়েছে। দু’ দলই ৮ বার করে জিতেছে। বিশ^কাপে দু’বারের দেখায় কিইউরা দু’বার জয় পেয়েছে। সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স হিসেব করলে নিউজিল্যান্ডের চেয়ে এগিয়ে আছে ভারত। আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে যেখানে ভারতের অবস্থান দুইয়ে, সেখানে ব্ল্যাক ক্যাপসদের অবস্থান সেরা চারে। টি-টোয়েন্টিতে পরিসংখ্যান কাজে আসে না। মাঠের লড়াইয়ে যারা ভাল পারফরমেন্স করবে তারাই জিতবে। কিইউদের চেয়ে ব্যাটিং গভীরতা এবং বোলিং বৈচিত্যে ভারত এগিয়ে। টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা অন্য দলের খেলোয়াড়দের চেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলে থাকে। পাকিস্তান বিপক্ষে ৬ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে ছিলো ভারত। পরে অধিনায়ক বিরাট কোহলির লড়াকু হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৭ উইকেটে ১৫১ রানের স্কোর পায় ভারত। ৪৯ বলে ৫৭ রান করেন কোহলি। হার দিয়ে টুর্নামেন্ট শুরুর স্মৃতি ভুলে প্রথম জয় পেতে ভারতীয় দলকে ব্যাটারদের সাথে বোলারদেরও জ্বলে উঠতে হবে। প্রথম ম্যাচে রোহিত শর্মা শুন্য, লোকেশ রাহুল ৩, সূর্যকুমার যাদব ১১ রান করেন। তাই আজ টপ-অর্ডারের দিকে তাকিয়ে থাকবে ভারত। পাকিস্তান -ভারত ম্যাচে স্নায়ুচাপ থাকায় টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা স্বাভাবিক ম্যাচ খেলতে না পারলেও আজ নিউজিল্যান্ডের বিপক্ষে সেই চাপ নেই। রাতের ম্যাচে টস একটি বড় বিষয়। যারা টস জিতে তারা আগে ফিল্ডিং নিচ্ছে। প্রতিপক্ষকে ১৪০ থেকে ১৫০ রানে বেঁধে ফেলে সেই রান চেজ করে ম্যাচ জেতা সহজ হয়। কিউইদের বিপক্ষে ভারতের টপঅর্ডার এবং মিডঅর্ডার যদি জ¦লে ওঠে তা হলে ১৮০ থেকে ১৯০ হলে কিউইরা সেই রান তাড়া করে ম্যাচ জিততে পারবে না। পাকিস্তানের বিপক্ষে মোহাম্মদ সামি, ভুবেনশ^র এবং বরুণচক্রবর্তী নামের প্রতি সুবিচার করতে পারেনি। বেশ কয়েকদিন বিশ্রাম পাওয়ায় ভারতের খেলোয়াড়রা ভুল ত্রুটি শোধরে কিউইদের বিপক্ষে নবউদ্যমে মাঠে নামবে। আজ দিনের প্রথম ম্যাচে আফগানিস্তান মোকাবিলা করবে নামিবিয়ার। এ ম্যাচে আফগানরা অভিঞ্জতা এবং শক্তির বিচারে এগিয়ে। নবী-রশিদরা পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত ফাইট দিয়েছে। ভাগ্যসহায়ক না হওয়ায় ওই ম্যাচে হেরেছে। আফগানিস্তান এবং নামিবিয়া স্কটল্যান্ডের বিপক্ষে জিতেছে। আজ যারা জয় পাবে তারা সেমির স্বপ্ন দেখার সুযোগ পাবে।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]