Print

Bhorer Kagoj

সঞ্চালকের ভূমিকায় আলিয়া

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৮, ২০২১ , ১০:৪০ পূর্বাহ্ণ | আপডেট: অক্টোবর ২৮, ২০২১, ১০:৪০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক

সালমান খানকে নিয়ে তৈরি ডকু-সিরিজ় ‘বিয়ন্ড দ্য স্টার’ সঞ্চালনা করতে দেখা যাবে আলিয়া ভাটকে। সঞ্জয় লীলা ভন্সালীর ‘ইনশাল্লাহ’তে জুটি বাঁধার কথা ছিল সালমান-আলিয়ার। কিন্তু সেই ছবি বাতিল হয়ে গিয়েছে। তবে সালমানের ডকুসিরিজ়ে সঞ্চালনার প্রস্তাব পেয়ে আলিয়া বেশ খুশি।

তার অংশটুকুর শুটিংও হয়ে গেছে সম্প্রতি। শুধু আলিয়াই নন, এই শোয়ে সঞ্চালকের আসনে দেখা যাবে ইন্ডাস্ট্রির অন্যান্য তারকাদেরও। আরবাজ় খান, সোহেল খান, সেলিম খানের মতো পরিবারের সদস্যরাও যেমন এই শোয়ে থাকবেন, তেমনই সুরজ বরজাতিয়া, ডেভিড ধওয়ন, সাজিদ নাদিয়াদওয়ালা, জ্যাকি শ্রফ, সঞ্জয় দত্তের মতো ইন্ডাস্ট্রির বন্ধুরাও তার শোয়ের অংশ হবেন।

করণ জোহরকেও দেখা যাবে একটি বিশেষ পর্বে। আপাতত আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে কথা চলছে শো লঞ্চ করার জন্য। ২০২৩-এর মাঝামাঝি সালমানের এই ডকুসিরিজ় সম্প্রচারিত হবে।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]