Print

Bhorer Kagoj

হেফাজতের আমির মুহিবুল্লাহ বাবুনগরী হাসপাতালে

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২৬, ২০২১ , ৪:৫৮ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২৬, ২০২১, ৪:৫৮ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবুনগরী বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত রবিবার গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট সেবা ক্লিনিকে তাকে ভর্তি করা হয় বলে জানিয়েছেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ ইদ্রিস।

মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকালে তিনি জানান, বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছেন মুহিবুল্লাহ বাবুনগরী। পাশাপাশি গত শনিবার সকালে তার জ্বর দেখা দেয়। রবিবার জ্বরের মাত্রা বেড়ে যাওয়ায় তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। এখনও তিনি ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার অবস্থা আগের চেয়ে কিছুটা ভালোর দিকে।

উল্লেখ্য, চলতি বছরের ১৯ আগস্ট হেফাজতে ইসলামের তৎকালীন আমির জুনায়েদ বাবুনগরীর মৃত্যু হয়। এরপর থেকে সংগঠনটির আমিরের দায়িত্ব পালন করছেন মুহিবুল্লাহ বাবুনগরী।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]