ইরানের প্রাদেশিক গভর্নরকে প্রকাশ্যে চড় মেরেছেন এক ব্যক্তি। খবর সিএনএন, বিবিসি, দ্য গার্ডিয়ানের
সম্প্রতি দেশটির উত্তরাঞ্চলীয় আজেরবাইজান প্রদেশের গভর্নর পদে নিয়োগ পাওয়া জেইনোল আবেদিন খোররামের সঙ্গে এ অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। ওই সময় তিনি মঞ্চে বক্তব্য রাখছিলেন।
ইতোমধ্যেই এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আবেদিন খোররাম গভর্নর হওয়ায় গত শনিবার (২৩ অক্টোবর) তাবরিজ শহরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। হঠাৎ দর্শকসারি থেকে এক ব্যক্তি উঠে এসে তাকে কষে চড় মারেন। এক পর্যায়ে নিরাপত্তারক্ষীরা তাকে আটক করেন।
এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটার ফলে অনুষ্ঠান বাতিল করা হয়। আটককৃত ব্যক্তির নাম আইয়ুব আলিজাদেহ। জানা গেছে, তিনি ইরানের সশস্ত্র বাহিনীর সদস্য।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]