রাজধানীর উত্তর বাড্ডার সাতারকুল এলাকায় একটি ফার্নিচারের গোডাউন ও পাশের কেমিক্যালের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
শনিবার (২৩ অক্টোবর) রাত ১০টার দিকে উত্তর বাড্ডার সাতারকুল রোডে সাত তলা ভবনের নিচতলায় ফার্নিচারের গোডাউন ও পাশের কেমিক্যালের দোকানে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায় বলে জানায় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
তিনি বলেন, রাত ১০টার দিকে সাতারকুল জিএম বাড়ি এলাকায় ফার্নিচারের গোডাউন ও পাশে কেমিক্যালের দোকানে আগুন লাগার খবর পাই। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত অথবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি বলেও জানান তিনি।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]