Print

Bhorer Kagoj

প্রবারণা পুর্নিমায় কাপ্তাই থেকে আকাশে উড়বে লক্ষাধিক ফানুস         

প্রকাশিত হয়েছে: অক্টোবর ২০, ২০২১ , ৬:২৪ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ২০, ২০২১, ৬:২৪ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পুর্নিমা। আর এই উৎসবকে ঘিরে কাপ্তাইয়ের চিৎমরম, রাইখালী, ওয়াগ্গার নোয়াপাড়া, কুকিমারা, শিলছড়ি, বারঘোনিয়া, মিতিংগ্যা ছড়িসহ নানা পাড়া মহল্লায় ফানুস (আকাশ প্রদীপ) তৈরির মহোৎসব সম্পন্ন হয়েছে।

বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় প্রবারণা পূর্ণিমা উপলক্ষে কাপ্তাইয়ের বিভিন্ন এলাকা থেকে আকাশে উড়বে লক্ষাধিক ফানুস বাতি। এ বিষয়টি নিশ্চিত করেন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদের অন্যতম সদস্য অংসুই ছাইন চৌধুরী।

সকলকে প্রবারণা পুর্নিমার শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, প্রবারণা হলো আত্নশুদ্ধি ও অশুভকে বর্জন করে সত্যি ও সুন্দরকে বরনের দিন। এ অনুষ্ঠানের পর দিন থেকে কাপ্তাই উপজেলার প্রতিটি বৌদ্ধ বিহার ও বৌদ্ধদের পাড়া-মহল্লায় দুইদিন করে কঠিন চীবর দানোৎসব চলবে টানা একমাস। তাই এরই মধ্যে উপজেলার সকল বৌদ্ধ বিহারে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরুর পাশাপাশি পাড়া মহল্লায় লাখো ফানুস তৈরির কাজ সম্পন্ন হয়েছে।

কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক বলেন, প্রবারণা পুর্নিমা বৌদ্ধ ধর্মালম্বীদের দ্বিতীয় বৃহৎ একটি অনুষ্ঠান। তাদের এই অনুষ্ঠান যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে যাতে পালন করতে পারে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]