Print

Bhorer Kagoj

৫ থেকে ১১ বছরের শিশুর করোনা প্রতিরোধে সক্ষম ফাইজারের টিকা

প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২১, ২০২১ , ১:২৬ পূর্বাহ্ণ | আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২১, ১:৩০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক

উৎপাদক প্রতিষ্ঠান ফাইজার জানিয়েছে, ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য তাদের তৈরি করোনার টিকার কার্যকরি বলে প্রমাণ মিলেছে। সোমবার (২০ সেপ্টেম্বর) এক ঘোষণায় বলা হয়,  ক্লিনিক্যাল ট্রায়াল শেষে দেখা গেছে এটি শিশুদের জন্য নিরাপদ ও করোনা প্রতিরোধে সক্ষম।

ফাইজার ও জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেকের তৈরি টিকাটি এরইমধ্যে ১২ বছর থেকে তদুর্ধ্ব বয়সীদের জন্য প্রয়োগ করা হচ্ছে। তবে ৫ থেকে ১১ বছর বয়সীদের টিকার প্রয়োগ শুরু হলে শিশুদের বিশেষ করে স্কুলগামীদের নিয়ে অভিভাবকদের উদ্বেগ অনেক কমে আসবে। বিশেষ করে যখন করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের দাপটে বিশ্বের অনেক দেশ কাবু হয়ে পড়েছে।

ফাইজারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. বিল গ্রুবার জানান, পরীক্ষাকালে ফাইজার টিকা প্রাথমিক বিদ্যালয়গামী শিক্ষার্থীদের উপর পূর্ণ ডোজের এক তৃতীয়াংশ প্রয়োগ করা হয়েছে। দ্বিতীয় ডোজ গ্রহণের পর তাদের করোনা ভাইরাস প্রতিরোধী এন্টিবডির পরিমাণ যুবক বা বয়স্কদের লেভেলে পৌঁছেছে।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]