Print

Bhorer Kagoj

আফগানিস্তানে সেনা পাঠালে ভারতের ভালো হবে না: তালেবান

প্রকাশিত হয়েছে: আগস্ট ১৪, ২০২১ , ৪:৪৭ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ১৪, ২০২১, ৪:৫০ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

ভারত যদি আফগানিস্তানে সৈন্য পাঠায় তাহলে তা তাদের জন্য ভালো হবে না। এমন হুঁশিয়ারি দিয়েছে সশস্ত্র তালেবান জঙ্গি গোষ্ঠী।

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাতকারে তালেবানের মুখপাত্র মহম্মদ সুহেল শাহিন বলেন, ‘যদি ওরা (ভারত) আফগানিস্তানে সৈন্য পাঠায় তাহলে তা তাদের জন্য ভালো হবে না। আগে যারা সামরিক শক্তি নিয়ে এখানে এসেছে, তাদের ভবিতব্য দেখেছে ভারত। তো এটা তাদের জন্য খোলা বই।’

এদিকে ভারতের প্রশংসাও শোনা যায় তালেবান মুখপাত্রের গলায়। তিনি বলেন, ‘ভারত এর আগেও আফগান মানুষদের সাহায্য করেছে, আমাদের জাতীয় প্রকল্পে হাত লাগিয়েছে। আগেও তারা এই কাজ করেছে। আমার মনে হয় এই বিষয়টি প্রশংসনীয়।’

এদিকে আফগানিস্তানে অবস্থিত গুরুদ্বারের উপর থেকে নিশান সাহিব সরানো প্রসঙ্গে তিনি বলেন, ‘সেই পতাকাটা শিখ সম্প্রদায়ের মানুষ নিজেরাই সরিয়েছিলেন। আমাদের নিরাপত্তা কর্মকর্তারা যখন সেখানে যায়, তখন শিখরা তাঁদের বলেছিলেন যে সেই পতাকা দেখলে তাঁদের হেনস্থা করা হতে পারে। তবে পরে আমাদের কর্মকর্তারা গিয়ে ফের সেই পতাকা উড়িয়ে দিয়ে সেই মানুষদের আস্বস্ত করে আসে।’

এদিকে ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে তালেবানের কোনও বৈঠক হয়েছে কি না, সেই বিষয়ে কোনও আলোকপাত করতে পারেননি তালিবানি মুখপাত্র। এরপর তিনি বলেন, ‘আমাদের স্পষ্ট নীতি হল যে আফগান মাটি ব্যবহার করে কেউ দেশের বিরুদ্ধে কাজ করতে পারবে না। তাছাড়া অন্য কোনও দেশের বিরুদ্ধেও আমাদের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না।’

এদিকে পাক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তালেবানের আঁতাত প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এগুলো ভিত্তিহীন অভিযোগ। এগুলো আমাদের বিরুদ্ধে ছড়ানো মিথ্যাচার। এগুলো রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার।’

তিনি আরও বলেন, ‘আমাদের পক্ষ থেকে কোনও দূতাবাস বা রাষ্ট্রদূতের ক্ষতি করা হবে না। আমরা আগেও এই কথা বলেছি।’

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]