Print

Bhorer Kagoj

বিরল রোগে আক্রান্ত ছেলেকে বাঁচাতে অসহায় মায়ের আকুতি

প্রকাশিত হয়েছে: আগস্ট ৩, ২০২১ , ৯:১১ অপরাহ্ণ | আপডেট: আগস্ট ৩, ২০২১, ৯:১১ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

ফরিদপুরের নগরকান্দায় বিরল রোগে আক্রান্ত ছেলেকে বাঁচাতে হতদরিদ্র অসহায় এক মায়ের আকুতি। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না ছেলেকে। এখন ছেলের মৃত্যুর প্রহর গুনছেন মা।

বিরল রোগে আক্রান্ত ছেলেটি নগরকান্দা পৌরসভার ২ নং ওয়াডের মান্নান শেখ ও আঙ্গুরী বেগম দম্পতির ছেলে জামিল হোসেন।

ছেলেটির মা আঙ্গুরী বেগম বলেন, জন্মের পর থেকেই চোখের উপর অস্বাভাবিক কিছু একটা লক্ষ করছিলাম। স্থানীয় চিকিৎসকদের কাছে গেলে তারা উন্নত চিকিৎসার পরামর্শ দেন। আমরা গরিব মানুষ আর্থিক সমস্যার জন্য উন্নত চিকিৎসা আর করাতে পারিনি। এখন ছেলের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখের উপরের অংশটি বড় হয়েই চলেছে।

তিনি আরও বলেন, আমার চাচাতো ভাইয়ের এই রোগটি হয়েছিল সে ২০ বছর বয়সে মারা যায়। আমি মা হয়ে ছেলের চিকিৎসা করাতে পারছিনা এর চেয়ে কষ্ট কি হতে পারে? ওর বাবা কয়েক বছর হলো দ্বিতীয় বিয়ে করে। এখন আর আমাদের খোঁজ-খবর নেন না। ছেলেকে বাঁচাতে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সমাজের বিত্তবানদের কাছে আকুল আবেদন করছি। যাতে আমার ছেলেকে উন্নত চিকিৎসা করে বাঁচতে পারি।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]