Print

Bhorer Kagoj

পর্নোগ্রাফি বিতর্কে সোনাক্ষী-ডায়না

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২০, ২০১৮ , ৭:১৮ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২০, ২০১৮, ৭:১৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক

জ্যেষ্ঠ প্রতিবেদক

একটা সেক্স টয় আটকে দিল সিনেমার শুটিং। আর এই একটা সেক্স টয়ের জন্য প্রযোজকদের ক্ষতি হল। পাশাপাশি সোনাক্ষী সিনহা, ডায়না পেন্টির মতো দুজন নায়িকার সময় নষ্ট হল৷ শুধু তাই নয়, সুদূর থাইল্যান্ডে শুটিং সেটের সদস্যদের বিরুদ্ধে করা হছে মামলা৷

‘হ্যাপ্পি ভাগ জায়েগি রিটার্নস’ সিনেমার শুটিং শুরু করেছেন সোনাক্ষী সিনহা ও ডায়না পেন্টি৷ থাইল্যান্ডে পড়েছিল শুটিং সেট৷ কিন্তু মাঝরাস্তায় বন্ধ হয়ে গেল শুটিং৷ কারণ সেক্স টয়৷ ব্যাংকক পুলিশ এই ফিল্মের সঙ্গে যুক্ত একটি প্রোডাকশন কোম্পানির উপর পর্নোগ্রাফি দেখানোর অভিযোগ তুলেছে৷

দুই দেশের রিপোর্ট অনুযায়ী, বুধবার শুটিংয়ের সময় নগ্ন মডেলের সেক্স টয় ব্যবহার করা হয়েছিল৷ শুধু তাই নয়৷ এছাড়া আরও অনেক অ্যাডাল্ট জিনিসপত্র ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ৷ তখনই স্থানীয় এক ব্যক্তি বিষয়টি দেখতে পেয়ে তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন৷

পু বাংলাংপু নামে একজন সেই ভিডিও দেখে পুলিশে অভিযোগ জানান৷ এরপর পুলিশ শুটিং আটকে দেয়৷ এরপর শুটিং সিন ও ব্যবহৃত জিনিসপত্র পুলিশ দেখে, তখনই শুটিং বন্ধ করে দেওয়া হয়৷ ফিল্মের ক্রু মেম্বারদের বিরুদ্ধে নির্দেশ পালন না করা, ব্যবসায়ীক উদ্দেশ্যসাধনের জন্য অশ্লীল ফিল্মের প্রচার করা ও পাব্লিক প্লেসে অশালীন কাজ করার জন্য তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]