রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাক চাপায় দুইজন পথচারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো পাঁচ জন। শনিবার (৮ মে) সকাল ১০টার দিকে উপজেলার শহীদ ফিরোজ চত্বর বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বড় একটি ট্রাক এক্সভেটর মেশিন ( মাটি খনন ও উত্তোলন যন্ত্র) নিয়ে চাঁপাইনবাবগঞ্জের আমনুরা থেকে রাজশাহী আসছিল। পথিমধ্যে ট্রাকটি গোদাগাড়ী বিদ্যুৎ অফিসের সামনে পৌছলে রাস্তা পারাপার হতে যাওয়া কয়েকজন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আর আহত হন অন্তত পাঁচজন।
গোদাগাড়ী মডেল থানার ওসি খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]