Print

Bhorer Kagoj

রাবির ভারপ্রাপ্ত ভিসি হলেন আনন্দ কুমার সাহা

প্রকাশিত হয়েছে: মে ৬, ২০২১ , ৯:৩৩ অপরাহ্ণ | আপডেট: মে ৬, ২০২১, ৯:৩৩ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

রাবির সদ্য বিদায়ী ভিসি প্রফেসর আবদুস সোবহানের পদে ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব দেওয়া হয়েছে উপ-উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা। বৃহস্পতিবার (৬ মে) শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব শামিমা বেগম স্বাক্ষরিত এক পরিপত্রে ড. সাহাকে এ দায়িত্ব দেওয়া হয়।

এতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদ পূর্তিতে পরবর্তী উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে উপ-উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উপাচার্যের দৈনন্দিন রুটিন কার্যাবলী সম্পাদন করবেন।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]