Print

Bhorer Kagoj

বিশেষ ফ্লাইটে ট্রানজিট নিয়ে দেশের বাইরে যাওয়া যাবে

প্রকাশিত হয়েছে: এপ্রিল ২০, ২০২১ , ৯:৫১ অপরাহ্ণ | আপডেট: এপ্রিল ২০, ২০২১, ৯:৫৫ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

প্রবাসী কর্মীদের পাঁচটি দেশে যাওয়ার বিশেষ ফ্লাইটগুলোতে ট্রানজিট নিয়ে সব ধরনের যাত্রী দেশের বাইরে যেতে পারবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য জানিয়েছে। তবে প্রবাসী কর্মীরাই অগ্রাধিকার পাবেন। ফ্লাইটগুলো ফেরার পথে শুধু ওই দেশ থেকেই যাত্রী আনতে পারবে।

বেবিচক মঙ্গলবার (২০ এপ্রিল) এক নির্দেশনায় এ তথ্য জানিয়েছে। ২১ থেকে ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত ওই পাঁচটি দেশে বিশেষ ফ্লাইটের এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে। বেবিচক বলছে, যাত্রীরা তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে নিতে পারবেন। এ ক্ষেত্রেও প্রবাসী কর্মীরা অগ্রাধিকার পাবেন।

এদিকে বিশেষ বিবেচনায় ঢাকা-গুয়াংজু-ঢাকা ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আরেকটি পৃথক নির্দেশনায় বেবিচক জানায়, এয়ারলাইনসগুলো শুধু পয়েন্ট টু পয়েন্ট যাত্রী পরিবহন করতে পারবে। করোনা টিকা নেওয়া থাকলেও যাত্রার নির্ধারিত সময়ের ৭২ ঘণ্টার মধ্যে যাত্রীদের করোনার পরীক্ষা করে নেগেটিভ সনদ নিতে হবে। এরপর দেশে এলে সরকারি ব্যবস্থাপনায় অথবা নিজ খরচে হোটেলে ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। চীনে ফ্লাইট পরিচালনার নির্দেশনা ২৮ এপ্রিল পর্যন্ত বহাল থাকবে।

গত ১৪ এপ্রিল ভোর থেকে আন্তর্জাতিক সব পথে ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলেও দেশে আটকে পড়া প্রবাসী শ্রমিকদের কথা ভেবে
গত শনিবার থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুর—এই পাঁচ দেশে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় বেবিচক।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]