পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতারা পাবনায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন। আজ বুধবার চেম্বার মিলনায়তনে নবনির্বাচিত সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরীর সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি আলী মোর্তুজা বিশ্বাস সনির সঞ্চালনায় সভায় বক্তব্য দেন দেশবরেণ্য কলামিস্ট, সাংবাদিক রনেশ মৈত্র, পাবনা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ, সিনিয়র সহসভাপতি কামাল সিদ্দিকী, সহসভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, জ্যেষ্ঠ সাংবাদিক আবদুল মতিন খান, মাছরাঙা টিভির ব্যুরোপ্রধান উৎপল মির্জা, সময় টিভির সৈকত আফরোজ আসাদ, চেম্বারের সহসভাপতি ফুরকান আলী বিশ্বাস প্রমুখ। সভায় নির্বাচিত পরিচালকসহ পাবনায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা পাবনার শিল্প, ব্যবসা-বাণিজ্য ও কৃষি খাতকে গতিশীল করার পাশাপাশি পাবনার উন্নয়নে জোরালো ভ‚মিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]