Print

Bhorer Kagoj

জাতীয় বিদ্যুৎ গ্রিডে বিপর্যয়

তিন পার্বত্য জেলা অন্ধকারে

প্রকাশিত হয়েছে: অক্টোবর ১১, ২০১৭ , ৯:০১ অপরাহ্ণ | আপডেট: অক্টোবর ১১, ২০১৭, ৯:০১ অপরাহ্ণ

কাগজ অনলাইন প্রতিবেদক

জাতীয় বিদ্যুৎ গ্রিডে বিপর্যয়ের ফলে তিন পার্বত্য জেলায় বুধবার সন্ধ্যা থেকে বিদ্যুৎ নেই।

পার্বত্য জেলা চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবানে বিকেল ৫টা থেকে লোডশেডিং রয়েছে। এর মধ্যে সন্ধ্যার পর কোনো কোনো স্থানে বিদ্যুৎ আসলেও পরক্ষণেই তা চলে যায়। রাত সাড়ে ৮টা পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর কোথাও বিদ্যুৎ আসেনি।

এর আগে দুপুর ২টার দিকে হাটহাজারীর জাতীয় গ্রিডে ত্রুটি দেখা দিলে তিন জেলায় লোডশেডিং হয়। দ্রুত ত্রুটি মেরামত করা সম্ভব হলে ঘণ্টাখানেক পরে বিদ্যুৎ সংযোগ ফিরে আসে। সন্ধ্যা ৫টার পর আবার বিদ্যুৎ চলে যায়।

চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক মনিরুজ্জামান জানান, দুপুরে ত্রুটি দ্রুত মেরামত করা সম্ভব হয়। বিকেলে ৫টার দিকে বিপর্যয় ঘটে। মেরামতের চেষ্টা চলছে।

রাত ১১টা নাগাদ বিদ্যুৎ আসতে পারে বলে জানিয়েছেন তিনি।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]