দশম এশিয়া কাপ হকির পর্দা উঠেছে বুধবার। উদ্বোধনী দিনে দুই ম্যাচে গোল হয়েছে ১২টি। যারা গ্যালারিতে বসে খেলা উপভোগ করেছেন তারা দর্শনীয় গোলের দেখা পেয়েছে। দিনের প্রথম ম্যাচে ভারত ৫-১ গোলে জাপানকে এবং দ্বিতীয় ম্যচে স্বাগতিক বাংলাদেশকে ৭-০ গোলে হারিয়েছে পাকিস্তান। এশিয়া কাপ হকির উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে জাপানকে ৫-১ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে ভারত। আজলান শাহ হকিতে ভারতকে কাঁপিয়ে দিয়েছিল জাপান। ওই আসরে ৪-৩ গোলে হারলেও দুইবার ম্যাচে এগিয়ে ছিল তারা। বুধবার বিকেলে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি জাপান। ভারত-জাপান ম্যাচ শুরুর আগে খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি হন পরিকল্পনা মন্ত্রী আ. হ. ম মোস্তফা কামাল, ক্রীড়া প্রতিমন্ত্রী আরিফ খান জয়, হকি ফেডারেশনের সভাপতি বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার, ফেডারেশনের সহ সভাপতি শফিউল্লাহ আল মুনির, এশিয়ান হকি ফেডারেশনের প্রধান নির্বাহী তৈয়ব ইকরাম।
প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থাকা ভারত বাকি দুই কোয়ার্টারে গোলসংখ্যা বাড়িয়ে নেয়। তৃতীয় কোয়ার্টারে ২ ও শেষ কোয়ার্টারে ১ গোল করে জয়ের ব্যবধান বড় করে ২০০৩ ও ২০০৭ এর চ্যাম্পিয়নরা।
ভারতের ৫ গোলের শেষ দুটি করেছেন হারমানপ্রিত সিং। পেনাল্টি কর্নার থেকেই শেষ কোয়ার্টারে গোল দুটি করেছেন এ স্টপার। তৃতীয় মিনিটে ভারত সমরপিত সুনিলের গোলে ভারত এগিয়ে গেলেও বেশিক্ষণ পারেনি।
পরের মিনিট ম্যাচ ফিরে প্রতিদ্বন্দ্বীতার আভাস দিয়েছিল জাপান। কিতাজাতো কেনজি জাপানের হয়ে একমাত্র গোলটি করেন। পুরো ম্যাচে প্রাধান্য বিস্তার করে খেলেছে ভারত। শক্ত প্রতিরোধ গড়তে না পারার কারণে শেষ পর্যন্ত বড় ব্যবধানে হেরে মাঠ ছাড়ে জাপান। অন্য দিকে জাপানের বিপক্ষে জয়ের মধ্য দিয়ে ভারতীয় হকিতে নেদারল্যান্ডসের কোচ জোয়ের্ড মারিজনির শুরুটা দারুণ হয়েছে। তার অধীনে বুধবারই প্রথম মাঠে নেমেছিল ভারত। পাকিস্তানের বিপক্ষে জিমিদের কাছে এমন হতাশাজনক পারফরমেন্স প্রত্যাশা করেনি দর্শকরা। ম্যাচে ৯ টি পেনাল্টি কর্নার পেয়েছে পাকিস্তন। বাংলাদেশ পায়নি একটিও। পাকিস্তন ৯ পিসির মধ্যে কাজে লাগিয়েছে ৩টি।প্রথম কোয়ার্টারে কোন গোল হজম না করলেও দ্বিতীয় কোয়ার্টারে একটি গোল হজম করে বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে ৩টি ও শেষ কোয়ার্টারে আরো ৩টি গোল করেছে পাকিস্তান। বাংলাদেশ ছিল অসহায়ের মতো।
প্রথম কোয়ার্টারটা অবশ্য আশা জাগিয়েই শুরু করে লাল-সবুজের প্রতিনিধিরা। রুখে দেয় পাকিস্তানকে। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই গোল জিমিদের জালে। পাকিস্তানের আবু মোহাম্মদ পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করে এগিয়ে দেন দলকে। ১৭ মিনিটে তারা আদায় করে নেয় পেনাল্টি কর্নার। ওটি ম্যাচেরই প্রথম পিসি। সেই পিসি থেকে বাংলাদেশ মুক্তি পেলেও পরেরটি থেকে থেকে লিড নেয় পাকিস্তান।
জিমির ওই গোলটি মিস হলেও পাকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর একটা উপলক্ষ্য তো হতেও পারতো। কিন্তু বিরতির পর খেলা শুরু হতেই আশাভঙ্গ স্বাগতিক দর্শকদের। এশিয়া কাপে সাতবারের দেখায় প্রতিবার হারল বাংলাদেশ
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]