স্প্যানিশ কোপা ডেল রে’র শেষ আট নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ, ভ্যালেন্সিয়া, লিগানেস, এস্পানিওল, সেভিয়া ও আলাভেস। অনেকেই প্রত্যাশা করেছিল কোয়ার্টারেই রিয়াল-বার্সার দেখা হয়ে যায় কিনা। কিন্তু জায়ান্টরা একে অপরকে এড়িয়ে গেছেন কোয়ার্টার ফাইনালের ড্রতে।
শুক্রবার অনুষ্ঠিত কোপা ডেল রের ড্রতে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা শেষ আটে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে এস্পানিওলকে। আর রিয়াল মাদ্রিদ পেয়েছে লিগানেসকে। অন্যদিকে আরেক জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদ পেয়েছে সেভিয়াকে। আর ভ্যালেন্সিয়া পেয়েছে আলাভেসকে।
স্প্যানিশ কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ হবে ১৬ ও ১৮ জানুয়ারি। আর ফিরতি লেগ হবে ২৩ ও ২৫ জানুয়ারি। বড় কোনো অঘটন না ঘটলে সেমিফাইনালে যাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ ও ভ্যালেন্সিয়া।
কোয়ার্টার ফাইনালে এড়িয়ে গেলেও সেমিফাইনালে জায়ান্ট দলগুলো একে অপরের মুখোমুখি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এমনকী সেমিফাইনালে দর্শকরা একটি বোনাস এল ক্লাসিকোও পেয়ে যেতে পারে। সেখানে না হলে ফাইনালে দেখা হতে পারে রিয়াল-বার্সার।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]