Print

Bhorer Kagoj

ঢাকা দক্ষিণে বাস ভাড়া বাড়ছে প্রতি কিলোমিটারে ৫০ পয়সা

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৩, ২০২১ , ১:৪১ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২১, ৩:১১ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় গণপরিবহনের ভাড়া প্রতি কিলোমিটার দুই টাকা ২০ পয়সা নির্ধারণ করা হচ্ছে। আগে এ ভাড়া ছিল এক টাকা ৭০ পয়সা। পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে ‘বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম’র পাইলটিং (পরীক্ষামূলক) প্রকল্পের এ উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ছে ৫০ পয়সা।

এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ। মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৬তম সমন্বয় সভায় মেয়র শেখ ফজলে নূর তাপস এসব কথা জানান।

ভাড়া বৃদ্ধি বিষয়ে মেয়র বলেন, যাত্রীদের সেবার দিকটি বিবেচনা করে ভাড়া বাড়ানো হয়েছে। ভাড়া কার্যকর হলে যাত্রীরা উন্নত গণপরিবহন ও সেবা পাবে। বাস-মালিকদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তাপস বলেন, গণপরিবহনের শৃঙ্খলা আনতে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের আওতায় প্রস্তাবিত পাইলট রুটের পরিধি বাড়িয়ে ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত হয়েছে। দুইটি পরিবহন কোম্পানির অধীনে ঢাকা দক্ষিণে (ঘাটারচর থেকে কাঁচপুর) ১৫৫টি বাস চলাচল করবে। ইতিমধ্যে যাত্রী ছাউনির জন্য স্থান নির্ধারণ করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে ছাউনি তৈরির দরপত্র আহবান করা হবে।

ডিএসসিসি মেয়র বলেন, ‘ইতোমধ্যে আন্তঃজেলা বাস টার্মিনালগুলোকে সরিয়ে নেওয়ার কার্যক্রমও আমরা শুরু করেছি। সংশ্লিষ্টদের সঙ্গে এটা নিয়ে বৈঠক করছি। আসলে এটি সমন্বিত প্রয়াস। তবে আমরা আশাবাদী এই বছরের মধ্যেই আমরা বাস রুট রেশনালাইজেশনের আওতায় পাইলটিং হিসেবে বাস চালু করবে পারব। প্রথমটিই আসলে দুরূহ কাজ।’

ডিএসসিসি মেয়র আরো বলেন, এরইমধ্যে বাংলাদেশ ব্যাংকের কাছে বাস মালিকদের জন্য সহজ সুদে ১০০ কোটি টাকা চেয়েছে বাস রুট রেশনালাইজেশন কমিটি। এই টাকাটা পেলেই পাইলটিং প্রকল্পের বাসগুলো মেরামতের কাজ শুরু হবে।

এছাড়া কাঁচপুরে অস্থায়ী বাস স্ট্যান্ড টার্মিনালের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]