Print

Bhorer Kagoj

গুলিতে ফুসফুস ক্ষতিগ্রস্ত হওয়ায় সাংবাদিক মুজাক্কিরের মৃত্যু

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২১, ২০২১ , ৬:২২ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২১, ৬:২৩ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

শর্টগানের গুলিতে ফুসফুস ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে মৃত্যু হয়েছে নোয়াখালীর কোম্পানীগঞ্জের সাংবাদিক মো. বোরহান উদ্দিন মুজাক্কিরের। রবিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে তার মৃতদেহের ময়না তদন্ত শেষে একথা জানান কলেজের ফরেনসিক বিভাগের প্রভাষক ডাঃ প্রদীপ বিশ্বাস।

তিনি জানান, তার মুখ, গলা, বুকে অসংখ্য ছিদ্র পাওয়া গেছে। এগুলো শর্টগানের ইনজুরি। শর্টগানের গুলিতে তার ফুসফুস ও রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। এর কারণেই তার মৃত্যু হয়েছে।

এর আগে শুক্রবার রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন শনিবার দিবাগত রাত ১১টায় তার মৃত্যু হয়। ময়না তদন্ত শেষে তার মৃতদেহ নোয়াখালী গ্রামের বাড়িতে নিয়ে যায় স্বজনরা।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]