Print

Bhorer Kagoj

ধরা পড়লো ৪০ কেজি ওজনের বাগাড় মাছ

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২১, ২০২১ , ৫:৪৪ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২১, ৫:৫৬ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

রাজশাহীর বাঘা উপজেলার পদ্মা নদীতে ৪০ কেজি ওজনের ১টি বাগাড় মাছ ধরা পড়েছে । স্থানীয় এক জেলের জালে এ নিয়ে দ্বিতীয়বার ধরা পড়লো বিশাল আকারের বাগাড় মাছ। জেলের নাম ওয়ালিউর। সে মাছটি ৩৪ হাজার টাকায় বিক্রি করেছে।

ওয়ালিউর উপজেলার চকরাজাপুরের কালিদাসখালী চরের বাসিন্দা। তিনি জানান, রোববার সকালে চকরাজাপুর এলাকার পদ্মা নদী থেকে মাছটি ধরেছেন। এর আগেও পদ্মা থেকে ৫টি বাগাড় মাছ ধরে ছিলেন। সেগুলোর ওজন ছিল ৭৬ কেজি। গত ৫ দিনে ওই জেলে প্রায় ২ লাখ টাকার বাগাড় মাছ বিক্রি করেছেন।

উপজেলার চকরাজাপুর চরের মাছ ব্যবসায়ী করম আলী বলেন, পদ্মায় দীর্ঘদিন ধরে মাছ শিকার করেন ওয়ালিউর রহমান। তার কাছ থেকে ৩৪ হাজার টাকায় মাছটি কিনেছেন তিনি। মাছটির প্রতি কেজি ৮৫০ টাকা দরে কেনা হয়। মাছটি ঢাকায় নিয়ে বিক্রি করবেন করম আলিী।

বাঘা উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, রাজশাহীর বাঘা উপজেলায় ২৬ কিলোমিটার পদ্মা নদী এলাকা রয়েছে। এই উপজেলায় জেলে আছে ১ হাজার ৩০৭ জন। যার মধ্যে নিবন্ধিত জেলে আছে ৮শ ৮৫ জন। তবে বড় মাছ পাওয়ার কারণে জাটকা ধরার প্রবণতা কমে গেছে।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]