Print

Bhorer Kagoj

শহীদ মিনারে চলো

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২০, ২০২১ , ৯:০০ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২১, ৯:০০ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

আগুনটা নিভে গেছে? শহীদ মিনারে চলো
স্বপ্ন বঁচাতে বছরান্তে একটি গন্তব্যে চেতনাটি
শোনাতেই হবেÑ উপর্যুক্ত কথাটি কি হবে
সঠিক শব্দটি, যথাযথ আচরণ চাষাবাস
বহু মত, পথ পরিসর প্রসারিত করে
গন্তব্য সাগরে, উদ্দেশ্যের সততা শিখতে হলে
শহীদ মিনারে চলো জানাবে সে কেমন নিষাদ

মূল স্রোত অবিকল ধারাটি কি হবে
পাল্টে দেবার, পাল্টে যাবার দৃষ্টান্ত শেখাবে
সাম্যবাদ- শেখাবে জীবন কি নিয়মে
প্রসারিত, বিকশিত আলোটা জ্বালাতে
শেখাবে সে চলো কি অর্থে মানুষ- মানবিক গান
জাতি সত্তা বিশ্ব পরিচয়ে সে দেখাবে পথ
দিগন্তের পরিচয় চাষী করে চাষ, শ্রমিকের হাত;

সে শেখাবে স্তম্ভ চতুষ্টয় ক্রমশ প্রেরণা
সুন্দরের যৌথ উদ্দীপক চলো ওখানেই শেখা যাবে।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]