চেতনার রঙ যদি সবচেয়ে উজ্জ্বল গাঢ়
কীভাবে বলছো তুমি
মানুষের প্রতিকৃতি মানুষ বানায়?
আমরা যে প্রতিকৃতি দেখি আকাশ-প্রমাণ
হৃদয়ের বহ্নিমান আলো
বাইরে তা দৃশ্যমান প্রজ্জ্বলন্ত আলোর আকার;
যেমন সূর্যকে দেখি চেতনার বহ্নিশিখাসম
তেমনি হৃদয়ে আঁকি মানব-আকার;
ভাস্কর্য সে-হৃদয়ের উষ্ণতার রূপ
ভেতরে বাইরে এক বহ্নিমান আলোর মশাল।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]