Print

Bhorer Kagoj

ঢাকা টেস্টে টস জিতে ব্যাটিংয়ে উইন্ডিজ

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১১, ২০২১ , ৯:১৪ পূর্বাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২১, ১১:০৭ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক

হোম অব ক্রিকেট মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে আজ বাংলাদেশের মুখোমুখি হবে ওয়েষ্ট ইন্ডডিজ। তাই টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট । বৃহস্পতিবার (১১ ফ্রেব্রুয়ারি) দুদলের মধ্যে হাডাহাড্ডি লড়াই হবে তা নতুন করে বলার কিছু নেই। কারণ এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে চারদিন আধিপত্য বজায় রেখেও শেষদিন হেরেছে মুমিনুল বাহিনী।

কাইল মায়ার্স-এনক্রুমা বোনার বাংলাদেশের টগবগে আত্মবিশ্বাসে বড় ধাক্কা দিয়েছেন। প্রথম টেস্টে সফরকারীদের ৩৯৫ রানের টার্গেট দিয়েছিল স্বাগতিকরা। কিন্তু মায়ার্সের অপরাজিত ২১০ ও এনক্রুমা বোনারের ৮৬ রানে ভর করে টাইগারদের ৩ উইকেটে হারায় ওয়েস্ট ইন্ডিজ। ওই হারের ক্ষত ভুলতে ঢাকা টেস্টে আজ সিরিজ বাঁচানোর লক্ষে মাঠে নেমেছে মুমিনুল বাহিনী।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]