২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামীকাল শনিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঘোষণা করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি উদ্বোধনের মধ্য দিয়ে ফলাফল প্রকাশ করা হবে। শুক্রবার (২৯ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ২৬ জানুয়ারি পরীক্ষা ছাড়া ফল ঘোষণার গেজেট পাস হয়। আইনি বাধা কেটে যাওয়ায় এ মাসের মধ্যে ফল ঘোষণার কথাও জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
শিক্ষা মন্ত্রণালয় থেকে আগামী শনিবার (৩০ জানুয়ারি) বা রবিবার (৩১ জানুয়ারি) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছিল। প্রথমে ধারণা করা হয়েছি রবিবার ফল প্রকাশ করা হবে। তবে শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শনিবার ফল ঘোষণার নির্দে শ দেওয়া হয়।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]