Print

Bhorer Kagoj

করোনায় মারা গেলেন সাংবাদিক আফজালুর রহমান

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২১, ২০২১ , ৫:৩৫ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ২১, ২০২১, ৫:৩৫ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

চ্যানেল নাইনের সাবেক প্রতিবেদক আফজালুর রহমান আর নেই। করোনায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেল ৪টায় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে তার মৃত্য হয়। মৃত্যুকালে তার বয়স ছিলো ৩১। হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ আজ নিজ জেলা পঞ্চগড়ে নিয় যাওয়া হবে।

জানা য়ায়, গত ১ জানুয়ারি তার করোনা টেস্টের ফলাফল পজিটিভ আসে। এরপর শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দিলে মহাখালী গ্যাস্ট্রোলিভার হাসপাতাল এ তাকে ভর্তি করা হয়। কয়েকদিন চিকিৎসার পর এক পর্যায়ে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে হার্ট অ্যাটাক করেন। এরপর তার অবস্থা আরো অবনতি হতে থাকে। আজ বিকেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আফজাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য। নগরবিট রিপোর্টারদের সংগঠন থাকা ইউটিলিটি রিপোর্টার্স এসোসিয়েশনের দপ্তর সম্পাদক।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]