রাজধানীর মিরপুরে কয়েকটি এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) মিরপুর- ১১, পল্লবীতে সকাল থেকেই এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।
এসময় ওই এলাকার বাসীন্দা ও ব্যবসায়ীদের সঙ্গে উচ্ছেদ কর্তৃপক্ষের কথা কাটাকাটি ও সংঘর্ষ হয়।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম সকাল দশটার পর পরই উচ্ছেদ অভিযান পরিদর্শনের জন্য আসেন। এসময় তিনি বলেন, রাজধানীর উন্নয়নের স্বার্থে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। এব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ারি করেন তিনি।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]