টেকনাফে কোস্টগার্ডের অভিযানে মাইক্রো বাসে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১৮ হাজার ৮’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
রবিবার(১৭ জানুয়ারি) টেকনাফ পাওয়ার হাউজ এর পূর্ব দিকে কায়ূকখালীপাড়া সড়কের পাশে অবস্থানরত যাত্রী বিহীন মাইক্রোবাস থেকে ওইসব ইয়াবা উদ্ধার করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ খন্দকার মুনিফ তকি রাতে এ তথ্য জানান।
লেঃ খন্দকার মুনিফ তকি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশান কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মাহমুদের নেতৃত্বে সড়কে অবস্থানরত একটি মাইক্রো বাসে স্থানীয় জনগনের সম্মূখে তল্লাশী করা হয়। কিছুক্ষণ পরে গাড়ির সীট বেল্টের নিচে অভিনব কায়দায় লুকায়িত পলিথিন ব্যাগের ভিতরে থাকা ১৮ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় হেলপার বা গাড়ির চালক কেউ না থাকায় কাউকে আটক করা সম্ভব না হলেও মাইক্রোবাসটি জব্দ করা হয়।
জব্দকৃত ইয়াবা ট্যাবলেট ও মাইক্রো বাসটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]