Print

Bhorer Kagoj

খসড়া তালিকা প্রকাশ

দেশে মোট ভোটার ১১ কোটি ১২ লাখ ৮৪,১৫৮ জন

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৭, ২০২১ , ৬:৫৭ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১৭, ২০২১, ৮:০৩ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই তালিকা অনুযায়ী দেশে ভোটারের সংখ্যা ১১ কোটি ১২ লাখ ৮৪ হাজার ১৫৮ জন । খসড়া তালিকায় ২০১৯-২০২০ সালে নতুন ১৪ লাখ ৬৫ হাজার ৪৬ জন ভোটার নিবন্ধিত হয়েছেন বলে জানিয়েছেন ইসি সচিব মো. আলমগীর। রবিবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিব সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, ২০১৯-২০২০ সালের হালনাগাদে নতুন ১৪ লাখ ৬৫ হাজার ৪৬ জন ভোটার নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ১ হাজার ৯৮৩ জন, মহিলা ভোটার ৫ লাখ ৬৩ হাজার ৪৬ জন এবং হিজড়া হিসেবে আবেদন করেছেন ১৫ জন। কারো কোনো তথ্য ভুল থাকলে বা সংশোধন করার প্রয়োজন হলে তা সংশোধনের জন্য ৩১ জানুয়ারীর মধ্যে আবেদন করতে হবে বলেও জানান তিনি।

সচিব জানান, আজ রবিবার পর্যন্ত ইসির তালিকায় মোট ১১ কোটি ১২ লাখ ৮৪ হাজার ১৫৮ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার ৫১৩ জন, মহিলা ভোটার ৫ কোটি ৪৮ লাখ ৯৯ হাজার ২৭০ জন এবং হিজড়া ভোটার ৩৭৫জন।

সচিব আরও জানান, এখানে মৃত ভোটারদের বাদ দেওয়া হয়নি। যাচাই বাছাইয়ের পরে ২ মার্চ যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে তখন সেখানে মৃত ভোটারদের তথ্য থাকবে। ২ মার্চ চ’ড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]