Print

Bhorer Kagoj

গুলশান পিকআপ ভ্যানের ধাক্কায় এক ব্যক্তি নিহত

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৭, ২০২১ , ৪:৩৪ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১৭, ২০২১, ৪:৩৪ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

রাজধানীর গুলশান পিকআপ ভ্যানের ধাক্কায় সাইফুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি কসাইয়ের কাজ করতেন। রবিবার (১৭ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে গুলশান সুবাস্তু টাওয়ারের পাশে এই দুর্ঘটনা ঘটে।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী এসএম কামরুল ইসলাম আশিক জানান, সুবাস্তু টাওয়ারের পাশে রাস্তা পার হবার সময় একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই মো. মোস্তফা জানান, তাদের বাড়ি চট্টগ্রাম সন্দীপ উপজেলায়। তাদের বাবার নাম নুরুল হক। স্ত্রী সীমা আক্তার ও ৩ মাসের মেয়ে শুভাকে নিয়ে বাড্ডা শাহজাদপুরে থাকতেন সাইফুল। মগবাজার এলাকায় কসাইয়ের দোকানে কাজ করতেন তিনি। সকালে বাসা থেকে বের হয় কাজে যাওয়ার জন্য। পথেই এই দুর্ঘটনার শিকার হন। গুলশান থানার ডিউটি অফিসার (এসআই) সিনথিয়া আক্তার জানান, মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। পিকআপ ভ্যানটি সনাক্তের চেষ্টা চলছে।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]