গত কয়েক দিন হলো হোয়াটসঅ্যাপ বর্জন করার হিড়িক পড়েছে নেট দুনিয়ায়। এই সুযোগে সমমানের আরও কয়েকটি অ্যাপ ঘুরে দাঁড়িয়েছে। জনপ্রিয়তা পেয়েছে তুর্কি ভিত্তিক অ্যাপ বিপ। এতে নড়েচড়ে বসেছে অ্যাপটির কর্তৃপক্ষ। ইতোমধ্যে হোয়াটসঅ্যাপের প্রাইভেসি আপডেটের বিষয়টি আপাতত স্থগিত রাখার কথাও জানিয়েছে তারা। ইউজারদের মধ্যে যাতে কোনও ভুল বোঝাবুঝি না থাকে, সেজন্য তারা তাদের আরও বেশি সময় দিতে চায়।
হোয়াটসঅ্যাপের দাবি, ছড়িয়ে পড়া নানা গুজবের ফলে ইউজাররা উদ্বিগ্ন হচ্ছেন তথ্যসুরক্ষার বিষয়টি নিয়ে। সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা।
হোয়াটসঅ্যাপ এখন বলছে, পূর্ব ঘোষণামতো, ৮ ফেব্রুয়ারি কারও অ্যাকাউন্টই ডিলিট করা হবে না। আপাতত হোয়াটসঅ্যাপ সমস্ত ইউজারদের ভুল ধারণাকে ভাঙানোর লক্ষ্যেই এগোবে। হোয়াটসঅ্যাপের প্রাইভেসি ও তথ্যসুরক্ষার বিষয়ে সকলকে সঠিক ধারণা দেওয়ার পরে ধীরে ধীরে নীতি পর্যালোচনার দিকে এগোনো হবে।
আগামী ১৫ মে তাদের নতুন বিজনেস অপশন আসার আগে ফের রিভিউয়ের কথা ভাবা হবে বলে জানানো হয়েছে।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]