Print

Bhorer Kagoj

চাঁপাইনবাবগঞ্জে বেকারি কারখানায় ভয়াবহ আগুন

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৮, ২০২০ , ৩:৩৫ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৮, ২০২০, ৩:৩৫ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ স্বপ্নপুরি হোটেলের পাশে সালমান বেকারি নামে এক কারখানা আগুনে পুড়ে গেছে। এতে কারখানার মালামাল ও পণ্য পুড়ে যায়। প্রাথমিক ভাবে কারখানা কর্তৃপক্ষ ৪-৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন।

জানা গেছে, শুক্রবার আনুমানিক ভোর ৬ টার দিকে কারখানাটিতে আগুন লাগে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন সকল কারখানা বন্ধ থাকে।

এমতাবস্থায় ভোরে বেকারির কারখানায় আগুন দেখতে পেয়ে তাৎক্ষণিক এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. মেহেরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে বেকারি পণ্য, ময়দা, চিনিসহ কারখানার অন্যান্য মালামাল পুড়ে যায়।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]