১
মূর্তি ভাঙো, মূর্তি গড়ো, নেই তো বারণ কোনো,
ভেঙো না তার হৃদয়খানা, জাতির পিতা জেনো
আস্ফালনে ভেসে কি যায়, তার মিথ্যে অহংকার
ধর্মান্ধের নেই যে মাটি এই বাংলাদেশে আর
২.
দ্রব্যগুণে কাঠের ঘোড়া রুপোর দরে টান,
টান মেরে যে ফেলে দিল, ভেঙে খান খান
জলের মধ্যে ঢেউ হারালে, নিষিদ্ধ তার দৌড়
বাবলা তলায় বাউল শয্যা, বিবাগী তার সুর।
৩.
আকাশ শিল্পী তুমি বাতাসে বাও
ভ‚মিতে সেই ভাটিয়ালি
হাসি-কান্নায় ফিরে ফিরে যাও,
অনুমুখ এক প্রদীপ জ্বেলে
বিষণœতায় মাখামাখি
বেদনার ভুল অ্যালজেব্রাও শেখালে,
জল-সিঞ্চনে নেভায় কীভাবে অগ্নিদহন
চক্রব্যূহের সে মন্ত্রটা শেখালে না জাদু!
৪.
বিসর্জন এবং অর্জনের মধ্যে
এক ভরকেন্দ্রের তফাৎ
পুরুষ বিসর্জন হলে নারীর অর্জন
দৈবে ঘটে তা হঠাৎ।
৫.
মায়ের শাড়ির আঁচলের মতো সুনসান
পেছনে লম্বা টানা এক দীর্ঘ বারান্দা
অতীতে যা ছিল সুর-মুগ্ধ সারিগান
আগামীর কণ্ঠ-জুড়ে কেবলি তা নিন্দা।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]