Print

Bhorer Kagoj

তামিল সিনেমার রিমেকে জাহ্নবী

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১, ২০২০ , ১২:১৮ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১, ২০২০, ১২:১৮ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

শুটিংয়ে ফিরছেন জাহ্নবী কাপুর। ‘গুঞ্জন সাক্সেনা দ্য কার্গিল গার্ল’ সিনেমায় নাম ভ‚মিকায় অভিনয়ের পর থেকে বেশ প্রশংসিত হচ্ছেন এ অভিনেত্রী।

সম্প্রতি জানা গিয়েছে, জাহ্নবী কাপুর ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত নয়নতারা অভিনীত তামিল হিট ‘কোলামাভু কোকিলা’র রিমেকে চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমাটি প্রযোজনা করবেন আনন্দ এল রাই। তামিল সিনেমাটি পরিচালনা করেছিলেন নেলসন দীলিপ কুমার। রিমেক পরিচালনা করবেন সিদ্ধার্থ সেনগুপ্ত। এর আগে সিদ্ধার্থ ‘ওয়ে লাকি! লাকি ওয়ে!’ ও ‘অগ্নিপথ’ সিনেমার সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন।

আগামী ৭ জানুয়ারি পাঞ্জাবের উদ্দেশে উড়াল দেবেন জাহ্নবী কাপুর এবং সিনেমার কাজ শুরু হবে ৯ জানুয়ারি থেকে। এ অভিনেত্রী ও কলাকুশলীরা টানা ৪৫ দিন শুট করবেন। পাঞ্জাবের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুট হবে।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]