নেত্রকোণা জেলার মদন পৌরসভার মেয়র প্রার্থী পরিবর্তন করলো আওয়ামী লীগ। সোমবার (৩০ নভেম্বর) সকালে আবদুল হান্নান তালুকদার শামীমকে বাদ দিয়ে যুবলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক সাইফুল ইসলাম সাইফকে মনোনয়ন দেওয়া হয়ে বলে জানান সাইফ।
জানা গেছে, আবদুল হান্নান তালুকদার গত নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হয়ে বিজয়ী হয়েছিলেন। গত ২৮ নভেম্বর আওয়ামীলীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় আবদুল হানান তালুকদারসহ প্রথম ধাপের ২৫ জনের নাম ঘোষণা করা হয়।
সংশ্লিষ্টরা জানান, তৃণমূল থেকে পাঠানো তালিকায় শুধুমাত্র আবদুল হানান তালুকদারের নাম ছিলো। বিকল্প নাম না থাকায় তাকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। কিন্তু গত নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হওয়ার খবর কেন্দ্রে পৌঁচলে তাকে পরিবর্তন করে গতকাল যুবলীগ নেতা সাইফকে মনোনয়ন দেয়া হয়।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]