Print

Bhorer Kagoj

ভোলায় শর্ট সার্কিটের আগুনে ৪ বসতঘর পুরে ছাই

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৫, ২০২০ , ১:৫৭ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২৫, ২০২০, ১:৫৭ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট এ অগ্নিকান্ডে ৪টি বসতঘর পুরে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে এই দূর্ঘটনা ঘটে। ভোলা সদর উপজেলার ফায়র সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

তবে ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, এ অগ্নিকান্ডে আব্দুল জলিল, ছায়েদুল্লাহ মাঝি ও ইসমাইল ঘোষের বসতঘর পুরে ছাই হয়ে গেছে। আগুনে পুড়ে যাওয়া বসতঘরের মধ্যে অনেকের নগদ টাকা, স্বর্ণালংকার সহ মূল্যবান সামগ্রী ছিল। সব মিলিয়ে ক্ষতির পরিমান প্রায় ৫০ লক্ষ টাকা ছাড়িয়ে যাবে। সব হাড়িয়ে এসব মানুষ এথন খোলা আকাশের নিচে মাথা গুজার ঠাঁয় খুঁজছে।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]