Print

Bhorer Kagoj

ডুমুরিয়ায় বিনা মূল্যে বীজ ও সার বিতারণ

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৯, ২০২০ , ৫:২৯ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১৯, ২০২০, ৫:২৯ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

খুলনার ডুমুরিয়ার বীজ ও সার বিতারণ করা হয়েছে। বৃহস্পতিবার আলোচনা সভা শেষে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এম পি।

এসময় নির্বাচিত কৃষকদের মাঝে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

ডুমুরিয়া উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি সন্জিব দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মো: হাফিজুর রহমান উপ পরিচালক, কৃষি সম্প্রসারন অধিদপ্তর খুলনা, এজাজ আহমেদ চেয়ারম্যান উপজেলা পরিষদ।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]