Print

Bhorer Kagoj

মাস্কের ওপরেও মাস্ক পরলেন স্পাইডার ম্যান

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১০, ২০২০ , ২:২০ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১০, ২০২০, ২:২০ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

স্পাইডার ম্যান নাম উচ্চারণ করলেই মুখে মাস্ক থাকবে এটাই স্বাভাবিক। তবে মাস্কের ওপরেও মাস্ক পরতে হলো স্পাইডার ম্যানকে। তবে তিনি মাস্কের গুরুত্ব বোঝাতে ফার্স্ট লুকে ছবির সঙ্গে মাস্ক পরেছেন। সম্প্রতি প্রকাশ হয়েছে ‘স্পাইডার ম্যান-৩’ সিনেমায় টম হল্যান্ডের প্রথম লুক। টম ব্যক্তিগত ইনস্টাগ্রাম আকাউন্ট থেকে তার সেই আউটলুক প্রকাশ করেছেন। সেটি বেশ সাড়া ফেলেছে এই সুপারহিরো ভক্তদের মধ্যে। অনেকে অবশ্য নেতিবাচক কিছু বিষয়ও তুলে এনেছেন।

টম হল্যান্ডের প্রকাশ করা লুকে দেখ যায়, স্পাইডারম্যান মাস্কের ওপর আরও একটি মাস্ক পরে রয়েছেন। সময়টা এখন করোনার। এই ভাইরাস থেকে বাঁচতে সারাবিশ্বেই বেড়েছে মাস্কের ব্যবহার। মাস্ক পরতে হলো স্পাইডারম্যানকেও। এছাড়া বিশেষ কোনো পরিবর্তন নিয়ে আনা হয়নি।

অনেকটা ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত স্পাইডারম্যান ‘ফার ফ্রম হোম’-র সাথে মিল রেখেই তৈরি হয়েছে এবারের কস্টিউম। ছবিটির ক্যাপশনে হল্যান্ড লেখেন- ‘আমি দুটি মাস্ক পরে রয়েছি। আপনিও পরুন।’

‘ফার ফ্রম হোম’র সিক্যুয়ালটি সম্পর্কে নির্দিষ্ট করে কিছু না বলা হলেও ধারণা করা হচ্ছে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী ২০২১ সালের ১৭ ডিসেম্বর মুক্তি পাবে। করোনার কারণে বেশ দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল সিনেমাটির কাজ।

পরিচালক জন ওটস গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, ‘সিনেমাটি মুক্তি দেওয়ার চিন্তা আমরা অনেক আগে থেকেই করে আসছি। সবাই জানেন এবারের বছরটা পৃথিবীর জন্য কেমন যাচ্ছে। সবকিছু এখন করোনার ওপরই নির্ভর করছে আসলে।’

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]