করোনা ভাইরাসের কারণে দেয়া লকডাউনের কারণে ভারতের মুম্বাই এয়ারপোর্টে ৭৪ দিন আটকে ছিলেন রেন্ডি জুয়ান মুলার নামে ঘানার একজন ফুটবলার। তিনি কেরালার একটি ফুটবল ক্লাবের হয়ে খেলেন।
যখন সারাবিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেশ প্রকেটা ধারণ শুরু করে তখন তিনি ভারত ছেড়ে কেনিয়ার একটি বিমানে করে নিজ দেশ ঘানায় ফিরতে চেয়েছিলেন। কিন্তু এই করোনার কারণে তার ফ্লাইটটি বাতিল হয়ে যায় ও ভারত সরকার লকডাউন ঘোষণা করে। আর এর ফলে এয়ারপোর্টে আটকা পরে যান তিনি। যা স্থায়ী হয় ৭৪ দিন।
এয়ারপোর্টে একজন ফুটবল খেলোয়াড় আটকা পরে আছেন এমন তথ্য মুম্বাইয়ের টুরি্যজম মিনিস্টারের কাছে জানান একজন টুইটার ব্যবহারকারী। এরপরই মন্ত্রণালয়ের পক্ষ থেকে রেন্ডি জুয়ান মুলারকে একটি হোটেলে রাখার ব্যবস্থা করা হয়। বর্তমানে তিনি হোটেলেই রয়েছেন। যখন বিমান চলাচল শুরু হবে তখন তিনি তার দেশে ফিরে যাবেন বলে জানা গেছে।
এদিকে জুয়ান এয়ারপোর্টে আটকে থাকলেও তিনি খুব বেশি কষ্টে ছিলেন না। কারণ তিনি বিমানবন্দরে থাকা ব্যক্তিদের সহায়তা পেয়েছেন। এমনকি তাকে তারা খাবার, ওয়াইফাই ইন্টারনেট সুবিধাও দিয়েছিল।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]