Print

Bhorer Kagoj

সাংবাদিক আসলাম রহমানের মৃত্যুতে নানা মহলের শোক

প্রকাশিত হয়েছে: মে ৮, ২০২০ , ৮:০০ অপরাহ্ণ | আপডেট: মে ৮, ২০২০, ৮:০০ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

দৈনিক ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার আসলাম রহমানের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রীতি সমবেদনা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ আইজিপি ড. বেনজীর আহমেদ। এর আগে শোক প্রকাশ করেন ভোরের কাগজ এর প্রকাশক সাবের হোসেন চৌধুরী ও সম্পাদক শ্যামল দত্ত।

বৃহস্পতিবার (৭ মে) রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে স্ট্রোক করে তিনি মারা গিয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর এবং তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

শুক্রবার (৮ মে) জুম্মার নামাজের পর মাদারীপুরের কালকিনীতে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। জানাজায় সীমিত পরিসরে অংশ নেয় আত্মীয়-স্বজন ও এলাকার মানুষ।

আসলাম রহমান দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। বিভিন্ন হাসপাতালে তিনি চিকিৎসাও নিয়েছেন। সম্প্রতি তার শ্বাসকষ্টসহ করোনার কিছু উপসর্গ দেখা দেয়ায় নিশ্চিত হওয়ার জন্য তার পরীক্ষা করা হয়। বুধবার (৬ মে) তার করোনার রিপোর্ট নেগেটিভ আসে।

পরদিন রাতে হঠাৎ করে তার অবস্থার অবনতি হলে তাকে সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

আসলাম রহমান একজন কবি। ‘জ্যোস্নার শহরে একা’ নামে তার একটি কাব্যগ্রন্থ রয়েছে। এ ছাড়া সাংবাদিকতা শুরুর আগে তিনি গানও করতেন। ‘যখনই আকাশ দেখবে, দেখবে তারারা ভাসছে’ নামে তার একটি গানের অ্যালবামও রয়েছে।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]