Print

Bhorer Kagoj

যেখানে মৃতদেহ নিয়ে নাচগান করা হয়

প্রকাশিত হয়েছে: মে ৩, ২০২০ , ৭:৫৬ অপরাহ্ণ | আপডেট: মে ৩, ২০২০, ৭:৫৬ অপরাহ্ণ

কাগজ প্রতিবেদক

কফিন কাঁধে করে নাচানাচি বিষয়টি আপনার কাছে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে তাই হয় আফ্রিকার ঘানা অঞ্চলে। এটি এক প্রাচীন প্রথা, কোনো হাসি-ঠাট্টার বিষয় নয়; যা যুগ যুগ ধরে ঘানার অধিবাসীরা পালন করে আসছে।

এই প্রাচীন প্রথাটি নিয়ে স্বল্পদৈর্ঘ্যের একটি তথ্যচিত্র প্রকাশ করে বিবিসি। সেখানে জানা যায় এই মৃতের কফিন কাঁধে নিয়ে যারা নাচ করেন তারা সকলেই পেশাদার। শেষযাত্রায় নাচাটাই তাদের পেশা। তাদের বলা হয় “ডান্সিং পলবিয়ারার”।

এই নাচগানের রীতি আপাতদৃষ্টিতে মজার বলে মনে হলেও, এর ভেতরে লুকিয়ে আছে একটি গভীর জীবনদর্শন। এটি নিছক আমোদপ্রমোদ মুলক কোনও অনুষ্ঠান নয়। তারা বিশ্বাস করেন, একজন মানুষ তার জীবদ্দশায় প্রচুর দুঃখ-কষ্ট নিয়েই বেড়ে ওঠে, দরিদ্র দেশে তো এমনটাই হয়! তাই এই প্রাচীন প্রথার মধ্যে দিয়ে মৃত ব্যক্তির আত্মীয় পরিজনেরা বিশ্বাস করেন, তাদের প্রিয়জনের বিদায়যাত্রাকে খানিক আনন্দদায়ক করে তোলা যেতে পারে।

তারা বিশ্বাস করেন, জীবনের সর্বশেষ পথটুকু নাচগানের মধ্যে দিয়ে আনন্দ করতে করতে গেলে, জীবিতকালে পাওয়া দুঃখ-কষ্টের বোঝা খানিক ম্লান হতে পারে পরজন্মে।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]