বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান’ কর্মসূচি পালন করেছে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগ ও কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগ এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগ। শনিবার (১৪মার্চ) সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত বুড়িগঙ্গা নদীর ২য় সেতু বাবু বাজার ব্রিজ থেকে কেরানীগঞ্জ কদমতলী ডিবি পুলিশ অফিস পর্যন্ত এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পালন করা হয়।
ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক এহসান আরাফ অনিক এর নেতৃত্বে বুড়িগঙ্গার ২য় সেতু, কেরানীগঞ্জ ও কদমতলীর গুরুত্বপূর্ণ এলাকা পরিষ্কার করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের সভাপতি মো. ইমাম হাসান ও সাধারণ সম্পাদক মাসুদ রানা এবং দক্ষিণ কেরানীগঞ্জ শাখা ছাত্রলীগের সম্মেলন পস্তুত কমিটির আহ্বায়ক রাসেলসহ বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন, ছাত্রলীগের নেতা-কর্মীরা।
© ভোরের কাগজ 2002 – 2020
প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত
কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]