Print

Bhorer Kagoj

ব্যালকনিতে মডেলের মরদেহ

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১২, ২০১৭ , ১০:৫৩ পূর্বাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১২, ২০১৭, ১০:৫৪ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক

জ্যেষ্ঠ প্রতিবেদক

ছয় তলার ব্যালকনিতে পড়ে আছে মরদেহ। সম্পূর্ণ নগ্ন। ডাচ মডেল কন্যা ইভানা স্মিতের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য। পরিবারের দাবি, ইভানাকে খুন করা হয়েছে। তবে পুলিশের বক্তব্য, কোনো অপরাধমূলক প্রমাণ মিলছে না।

১৮ বছর বয়সী ইভানা স্মিত নেদারল্যান্ডসের নামী মডেল। ঘটনার দিনে মালয়েশিয়ার কুয়ালামপুরে একটি বিলাসবহুল আবাসনের ২০ তলায় পার্টি চলছিল। কিন্তু ইভানার নগ্ন মরদেহ পাওয়া গেছে ছয় তলার ব্যালকনিতে। পরিবারের দাবি, ইভানাকে ২০ তলা থেকে ফেলে দেয়া হয়েছে।

কিন্তু পুলিশের দাবি, ইভানার দেহে কোনো প্রকার অপরাধমূলক প্রমাণ খুঁজে পাওয়া যাচ্ছে না। কাজেই প্রশ্ন উঠছে, ঠিক কীভাবে তাহলে মৃত্যু হলো অষ্টাদশী মডেল ইভানার। তার শরীরে কোনো কাপড়ই বা কেন ছিল না। এমনকী, জুতোও ছিল না।

ইভানার বাবা জানিয়েছেন, তার মেয়ে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বয়ফ্রেন্ডকে একটি মেসেজ ও সেলফি পাঠায়। দুপুর ৩টা নাগাদ ইভানার মরদেহ উদ্ধার করা হয় ব্যালকনি থেকে।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]