Print

Bhorer Kagoj

রিজেন্সিতে বার-বি-কিউ ফেস্ট

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৪, ২০১৯ , ১১:৩৮ পূর্বাহ্ণ | আপডেট: নভেম্বর ২৪, ২০১৯, ১১:৩৮ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক

শীতের গ্রিল ও ফ্রাই ফেস্ট ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের রুফটপ গার্ডেন রেস্টুরেন্টে শুরু হয়েছে। নৈশভোজীদের আনন্দের জন্য হোটেলটি প্রতি বছর ‘গ্রিল অন দ্য স্কাইলাইন’ রেস্টুরেন্টে বার-বি-কিউ উৎসবের মাধ্যমে শীতের শুরু উদযাপন করে যা, হালকা আবহাওয়ায় বাহ্যিক ক্রিয়াকলাপ হিসাবে আরো আকর্ষণীয় হয়ে উঠে। ঐতিহ্য বজায় রেখে হোটেলটি এই বছরও খাবারের মেন্যুতে যুক্ত করেছে প্রচুর পরিমাণে নতুন আমিষযুক্ত রান্না এবং সামুদ্রিক খাবার।

উৎসবের নিয়ম অনুসারে, অতিথিরা লাইভ গ্রিল ও ফ্রাই স্টেশন থেকে তাজা সীফুড অথবা প্রিমিয়াম কাট আইটেমের যে কোনো একটা নিলে বিনামূল্যে মিনি বুফে ডিনার উপভোগ করতে পারবেন। লাইভ গ্রিল ও ফ্রাই স্টেশনের খাবারের দাম খাবার প্রতি ১৪৯০++ থেকে শুরু হয়। সর্বোপরি, নৈশভোজ এবং উৎসবের আমেজকে আরো সমৃদ্ধ করার জন্য রয়েছে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত লাইভ মিউজিকাল পারফরম্যান্স। ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের এই বার-বি-কিউ উৎসব চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত রোজ বিকেল ৬টা থেকে রাত ১১টা।

সম্পাদক : শ্যামল দত্ত

© ভোরের কাগজ 2002 – 2020

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী । মুদ্রাকর: তারিক সুজাত

কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, তৃতীয় তলা, ৭০ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, (নিউ সার্কুলার রোড, মালিবাগ), ঢাকা-১২১৭ ।
ফফোন: ৯৩৬০২৮৫, ৮৩৩১০৭৪ ফ্যাক্স: ৯৩৬২৭৩৪, সার্কুলেশন ও বিজ্ঞাপন : ৮৩৩১৮০৬ । ইমেইল: [email protected]